Home / Recruitment / WBSSC SLST Notification 2025 : ৩৫৭২৬ সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত !

WBSSC SLST Notification 2025 : ৩৫৭২৬ সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত !

WBSSC SLST Notification 2025 : ৩৫৭২৬ জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ! তাই বিশদ জানতে অবশ্যই নিচের  এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন

WBSSC SLST Notification 2025: শিক্ষক হলো সমাজ গড়ার মূল কারিগর।  আর এই শিক্ষকতা কে নিজের পেশা হিসাবে বেছে নেওয়ার এটাই হলো সেরা সময়।  WBSSC তাদের ৩৫৭২৬ জন সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে । এই নিয়োগ প্রক্রিয়া  হবে মূলত ক্লাস ৯ থেকে ১০ এবং ক্লাস  ১১ থেকে ১২ তে ওয়েস্ট বেঙ্গল এর বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে।তাই যে সকল চাকরিপ্রার্থীরা  শিক্ষকতার এই পেশার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য এটাই এক সুবর্ণ সুযোগ । তাই বিশদ জানতে অবশ্যই নিচের  এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন

WBSSC 2nd SLST Notification 2025 : বিস্তারিত

পরীক্ষা পরিচালনা কর্তৃপক্ষWest Bengal Central School Service Commission
পরীক্ষার নামState Level Selection test
পোস্টের নামসহকারী শিক্ষক ( ক্লাস -৯ to ১০ এবং ক্লাস ১১ -১২)
স্কুল বিভাগমাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয় 
মোট শূন্যপদ৩৫৭২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ30 may, 2025
আবেদন শুরুর তারিখ16 June ,2025
আবেদনের শেষ তারিখ14 July , 2025
আবেদনের প্রক্রিয়াঅনলাইন
অফিসিয়াল ওয়েবসাইটwestbengalssc.com

শিক্ষাগত যোগ্যতা Post wise

WBSSC সহকারী শিক্ষক নিয়োগ 2025 আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নিচে আলোচনা করা হোল।  এছাড়াও আবেদনের  আগে অবশ্যই WBSSC এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে পদ ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা অবশ্যই নিশ্চিত করুন।

পোস্টের নামপ্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
সহকারী শিক্ষক ( ক্লাস -৯ to ১০)a) Graduate / Post Graduate from a recognized University with at least 50% marks in either Graduation or Post Graduation (or its equivalent) and Bachelor of Education (B.Ed.) from a NCTE recognized institution,
or
(b) 4–year degree of B.A. Ed/B.Sc. Ed. from any NCTE recognized institution.
সহকারী শিক্ষক ( ক্লাস ১১ -১২)(a) Post Graduate with at least 50% marks (or its equivalent) from a recognised University and Bachelor of Education (B.Ed) from a NCTE recognised institution;
Or
(b) Post Graduate with at least 50% marks (or its equivalent) from recognised University and B.A. Ed/ B.Sc. Ed. from any NCTE recognised institution.
  • সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় ৫% নম্বরের ছাড় দেওয়া হবে।
  • অনলাইন আবেদনপত্রে উল্লেখিত এবং অনলাইন আবেদনপত্রে প্রাপ্ত শেষ তারিখে বা তার আগে NCTE কর্তৃক নির্ধারিত ন্যূনতম যোগ্যতা কেবলমাত্র শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতার জন্য বিবেচিত হবে।
  • বয়সসীমা ১ জানুয়ারী, ২০২৫ তারিখের বয়সের ভিত্তিতে বিবেচনা করা হবে।

বয়সসীমা :

১ জানুয়ারী, ২০২৫ তারিখ হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ।যদিও SC/ST চাকরিপ্রার্থীরা বয়সের উর্দ্ধসীমায় ৫ বছর , OBC  চাকরিপ্রার্থীরা ৩ বছর এবং শারীরিকভাবে প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা বয়সের উর্দ্ধসীমায় ৮ বছরের ছাড় পাবেন।

WBSSC SLST : আবেদন ফী

পোস্টের নামGeneral এবং OBC প্রার্থীদের জন্যSC/ST/PH প্রার্থীদের জন্য
সহকারী শিক্ষক ( ক্লাস -৯ to ১০)/মাধ্যমিক Rs. ৫০০ টাকা/-  Rs. ২০০ টাকা/-  
সহকারী শিক্ষক ( ক্লাস ১১ -১২)/উচ্চমাধ্যমিকRs. ৫০০ টাকা/-  Rs. ২০০ টাকা/-  

সহকারী শিক্ষক পদে নির্বাচনের পদ্ধতি :

  • বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে শিক্ষক পদের জন্য নির্বাচন হবে লিখিত পরীক্ষা, প্রার্থীদের যোগ্যতা মূল্যায়ন এবং মৌখিক সাক্ষাৎকার এবং বক্তৃতা প্রদর্শনের ভিত্তিতে
  • প্রশ্নপত্র ইংরেজি এবং বাংলায় সেট করা হবে। ভাষা বিষয়ক প্রশ্নপত্রে এটি একই ভাষায় হবে। সংস্কৃতের জন্য, এটি বাংলায় হবে।
  • সহকারী শিক্ষক (নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ) পদের জন্য প্রার্থীদের যেকোনো একটি শিক্ষার মাধ্যমে আবেদন করার অনুমতি দেওয়া হবে।

WBSSC SLST Notification 2025: শূন্যপদের সংখ্যা IX – X

WBBSE থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় SLST-এর জন্য সহকারী শিক্ষক ((নবম ও দশম) পদে বিষয়ভিত্তিক, মধ্যমভিত্তিক, লিঙ্গভিত্তিক নির্দেশক শূন্যপদের সংখ্যা :

SL NoSubjectsBengali MediumEnglish MediumHindi MediumNepali
Medium
Oriya MediumTelugu MediumUrdu
Medium
M/FFM/FFM/FFM/FFM/FFM/FFM/FF
1Bengali2090786009417100010305
2English2078798002665313000608537
3Hindi12916102457700002010
4Urdu40000720000009738
5Santhali00000000000000
6Nepali000000170000000
7Oriya00000000000000
8Telugu00000000006000
9Math234711002025564140003010730
10History1269509102114711000307622
11Geography1051440202044110000206525
12Life Science2498938102675717000109834
13Physical Science27721087502895515000209433
TOTAL142745674120183841398000260653224
1994812225198 26877

WBSSC SLST Notification 2025: শূন্যপদের সংখ্যা XI – XII

WBBSE থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় SLST-এর জন্য সহকারী শিক্ষক (একাদশ ও দ্বাদশ) পদে বিষয়ভিত্তিক, মধ্যমভিত্তিক, লিঙ্গভিত্তিক নির্দেশক শূন্যপদের সংখ্যা :

Sl NoSubjectsTentative Vacancy
1Accountancy (PG)178
2Agriculture (PG)1
3Agronomy (PG)40
4Anthropology (PG)12
5Arabic PG)31
6Bengali (PG)390
7Biological Science (PG)919
8Chemistry (PG)1194
9Commerce (PG)622
10Computer Application (PG)263
11Computer Science (PG)215
12Economics (PG)506
13Education (PG)1147
14English PG)594
15Environment Studies (PG)43
16Geography (PG)463
17Hindi (PG)33
18History (PG)572
19Home Management & Home Nursing81
20Home Science (PG)1
21Mathematics (PG)785
22Music (PG)32
23Nepali (PG)1
24Nutrition (PG)273
25Persian (PG)1
26Philosophy (PG)1161
27Physical Education (PG)16
28Physics (PG)881
29Political Science (PG)1373
30Psychology (PG)22
31Sanskrit (PG)502
32Santhali (PG)43
33Sociology (PG)82
34Statistics (PG)19
35Urdu (PG)17
36VIisual Arts (PG)1
 –TOTAL12514

 

West Bengal SSC SLST 2025 Notification : উল্লেখযোগ্য তারিখ

আবেদন শুরুর তারিখMonday, 16th June 2025 (5 PM)
আবেদনের শেষ তারিখMonday, 14.07.25 (5 PM)
আবেদন ফি গ্রহণের শেষ তারিখMonday, 14.07.25 (11.59 PM)
লিখিত পরীক্ষার জন্য সম্ভাব্য  তারিখ1st week of September, 2025
ফলাফল প্রকাশএর  সম্ভাব্য  তারিখ4th week of October, 2025
ইন্টারভিউ এর  সম্ভাব্য  তারিখ1st Week – 3rd Week of November 2025 (Tentative)
প্যানেল প্রকাশের সম্ভাব্য  তারিখ24th November 2025
কাউন্সেলিং সম্ভাব্য  তারিখ29th November 2025

প্রবেশপত্র (Admit Card):

SLST-এর প্রবেশপত্র অফিসিয়াল ওয়েবসাইটে (www.westbengalssc.com) পাওয়া যাবে। প্রার্থীদের এটি ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রবেশপত্র ডাউনলোডের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে, তবে পরীক্ষার তারিখের কমপক্ষে সাত (০৭) দিন আগে।

>> UPSC CAPF AC Recruitment 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *