Home / Recruitment / Indian Navy Recruitment 2025 : শীঘ্রই আবেদন করুন

Indian Navy Recruitment 2025 : শীঘ্রই আবেদন করুন

Indian Navy Recruitment 2025 : যে সকল চাকরিপ্রার্থীরা Indian Navy এর পোশাকে নিজেকে দেখতে  চান , তাদের জন্য থাকছে এক বিশাল সুযোগ ।

Indian Navy Recruitment 2025 : যে সকল চাকরিপ্রার্থীরা Indian Navy এর পোশাকে নিজেকে দেখতে  চান , তাদের জন্য থাকছে এক বিশাল সুযোগ । Indian Navy তাদের ৩২৭ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তাই আর দেরী না করে এখনই আবেদন করুন । বিস্তারিত জানতে হলে নিচের প্রতিবেদনটি অবশ্যই পড়ুন ।

Indian Navy Recruitment 2025: বিশদ বিবরণ

সংগঠনের নাম                        Indian Navy
শূন্যপদের সংখ্যা                            ৩২৭
শিক্ষাগত যোগ্যতা                     মাধ্যামিক পাস
বয়স সীমা             ১৮ থেকে ২৫ বছরের মধ্যে
আবেদনের শেষ তারিখ                      ০১.০৪.২০২৫

Indian Navy Group C শূন্যপদের সংখ্যা 2025

Indian Navy তাদের গ্রুপ C ( Boat Crew Staff) এর  ৩২৭ পদে খুব শীঘ্রই নিয়োগ করতে চলেছে । নিচে পদ ভিত্তিক শূন্যপদএর বিস্তারিত দেওয়া হোলো।

পদের নামশূন্যপদের সংখ্যাবেতন স্তর
Syrang of Lascars57Level 4 of Pay Matrix ( Rs. 25500/- – 81100/-)
Lascar192Level 1 of Pay Matrix ( Rs. 18000/- – 56900/-)
Fireman (Boat Crew)73Level 1 of Pay Matrix ( Rs. 18000/- – 56900/-)
Topass05Level 1 of Pay Matrix ( Rs. 18000/- – 56900/-)

শিক্ষাগত যোগ্যতা Post Wise

পদের নামশিক্ষাগত যোগ্যতা
Syrang of Lascars১। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে
২। Indian vessels act 2017 অথবা Merchant Shipping act, 1958 প্রদত্ত certificate থাকতে হবে
৩। ২০ horse power যে কোনও vessel এ ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে
Lascar১। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে
২। সাতার (swimming) জানতে হবে
৩। যে কোনও vessel এ ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে
Fireman (Boat Crew)১। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে
২। সাতার (swimming) জানতে হবে
৩। pre sea training এর certificate থাকতে হবে।
Topass১। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে
২। সাতার (swimming) জানতে হবে

নিয়োগ প্রক্রিয়া – Indian Navy Recruitment 2025:

  • লিখিত পরীক্ষা  (Written Test)
  • শারীরিক দক্ষতা পরীক্ষা (Physical Standards Test/Physical Efficiency Tests)
  • নথি যাচাই  (Documentation)
  • মেডিক্যাল পরীক্ষা (Medical Standards Test)

বিশদে জানতে হলে নিচের দেওয়া লিংক  ক্লিক করুন

Indian Navy Recruitment 2025 For more details check: Official Notification

Application Link: Click Here

>> UPSC CAPF AC Recruitment 2025: BSF,CISF,CRPF,SSB তে চাকরি করতে চাইলে এটাই সেরা সুযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *