Home / Recruitment / UPSC CAPF AC Recruitment 2025: BSF,CISF,CRPF,SSB তে চাকরি করতে চাইলে এটাই সেরা সুযোগ । শীঘ্রই আবেদন করুন

UPSC CAPF AC Recruitment 2025: BSF,CISF,CRPF,SSB তে চাকরি করতে চাইলে এটাই সেরা সুযোগ । শীঘ্রই আবেদন করুন

UPSC CAPF AC Recruitment 2025: BSF,CISF,CRPF,SSB তে চাকরি করতে চাইলে এটাই সেরা সুযোগ । শীঘ্রই আবেদন করুন - Details Available on this page.

UPSC CAPF AC Recruitment 2025: যে সকল চাকরিপ্রার্থীরা তাদের পেশা কে চ্যালেঞ্ছ এ হিসাবে নিতে চান , তাদের জন্য থাকছে এক বিশাল সুযোগ । ইউনিয়ন পাবলিক সারভিস কমিশন (UPSC) তাদের ৩৫৭ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তাই আর দেরী না করে এখনই আবেদন করুন । বিস্তারিত জানতে হলে নিচের প্রতিবেদনটি অবশ্যই পড়ুন ।

বিশদ বিবরণUPSC CAPF AC Recruitment 2025

পদের নামBSF,CISF,CRPF,SSB , ITBP ( Assistant Commandants)
শূন্যপদের সংখ্যাBSF – 24   CISF- 92  CRPF- 204  SSB- 33  ITBP- 04
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী থাকতে হবে
বয়স সীমা১৮ থেকে ২৩ বছরের মধ্যে
আবেদন ফী২০০/- Gen/OBC ( মহিলা, SC, ST এর ক্ষেত্রে কোনো fee লাগবে না।)
আবেদনের সময়সীমা০৫.০৩.২০২৫ থেকে ২৫.০৩.২০২৫ পর্যন্ত

UPSC CAPF AC Recruitment 2025 : কিভাবে আবেদন করবেন

আবেদন করা যাবে শুধুমাত্র কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে। প্রথমে ইউনিয়ন পাবলিক সারভিস কমিশন (UPSC) এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। সেখানে One Time Registration (OTR) এ ক্লিক করে প্রত্যেক প্রার্থীকে নিজের নিজের registration করতে হবে। এরপর ওয়েবসাইট এ দেয়া লিঙ্ক এ ক্লিক করে প্রত্যেক প্রার্থী তার অনলাইন আবেদন ফর্ম পুরন করতে পারবে। আবেদন করার সময় নিজের যাবতীয় নথি নিজের সঙ্গে রাখতে হবে যেগুলো পরে স্ক্যান করে আপলোড করতে হবে।এরপর পেমেন্ট অপশন এ ক্লিক করে পেমেন্ট করার পর ফাইনাল সাবমিট বোতাম এ ক্লিক করলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

UPSC CAPF Assistant Commandant Recruitment 2025 : নিয়োগ প্রক্রিয়া

ইউনিয়ন পাবলিক সারভিস কমিশন (UPSC) এর বিজ্ঞপ্তি অনুযায়ী চারটি ধাপের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

  • লিখিত পরীক্ষা  (Written Test)
  • শারীরিক দক্ষতা পরীক্ষা (Physical Standards Test/Physical Efficiency Tests)
  • ইন্টারভিউ  ( Interview/Personality Tests)
  • মেডিক্যাল পরীক্ষা ( Medical Standards Test)

বিশদে জানতে হলে নিচের দেওয়া লিংক  ক্লিক করুন

UPSC Recruitment 2025 (Assistant Commandants) – For more details check: Official Notification

Application Link: Click Here

>> ITBP Constable Recruitment 2025, ১৩৩ শুন্যপদের সংখ্যা, শীঘ্রই আবেদন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *