নতুন বছরের শুরুতেই চাকরি প্রার্থীদের জন্য এক দারুন সুখবর। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) ইতিমধ্যেই একাধিক শুন্যপদ পূরণ করার জন্য নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বের করেছে। (CISF Constable Tradesman Recruitment) এবছর শুন্যপদ থাকবে এক হাজারের ও বেশি। মহিলা এবং পুরুষ উভয়েই এই শুন্যপদে আবেদন করতে পারবে।
আবেদনের সময়, পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি এই প্রতিবেদনে বিস্তারিত দেওয়া হলো। সময় নষ্ট না করে ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই আবেদন করুন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এ।

কিভাবে আবেদন করবেন?
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এবছর নিয়োগ করতে চলেছে কনস্টেবল/ট্রেডসমেন সহ একাধিক শুন্যপদে। আবেদন করা যাবে শুধুমাত্র CISF এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে। নিচের দেওয়া লিংক এ ক্লিক করে আবেদন করতে পারেন।
cisfrectt.cisf.gov.in
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত
- আবেদনের সময়সীমা : 05.03.2025 থেকে 03.04.2025 মধ্য রাত পর্যন্ত
- মোট শুন্যপদ : 1161
- ফী : Rs. 100/- ( মহিলা, SC, ST, Ex- service men এর ক্ষেত্রে কোনো fee লাগবে না।
- বয়সসীমা : 18 থেকে ২৩ এর মধ্যে
- শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক
নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত
প্রথম ধাপ : লিখিত পরীক্ষা ( OMR শিট অথবা কম্পিউটার এর মাধ্যমে ) হিন্দি অথবা ইংরেজি ভাষায়।
দ্বিতীয় ধাপ : ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট / ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, নথি প্রদর্শন এবং ট্রেড টেস্ট।
তৃতীয় ধাপ : মেডিকেল টেস্ট।
For more details of CISF Constable Tradesman Recruitment check : Official Notification & Apply Online Link
2 Comments
Nice information.
Nice